Published On: Sat, Dec 3rd, 2016

যৌনতা ছাড়াও ‌অন্য যে কারণে নারীর প্রেমে পড়ে পুরুষরা!

পুরুষরা সাধারণত প্রত্যাশা করে কেউ তাদের খেয়াল রাখুক, খাওয়া হয়েছে?‌, অফিসে কী কাজ বেশি?‌ এই জাতীয় প্রশ্নগুলো দারুণ উপভোগ করে পুরুষরা। এই জন্য অনেক সময় পুরুষরা স্ত্রী ছাড়াও একজন প্রেমিকার প্রয়োজন বোধ করে।

আবার অনেক পুরুষরা বারবার প্রেমে পড়তেও ভালবাসে। এছাড়াও যে কারণে পুরুষরা নতুন নতুন সম্পর্কে জড়াতে আগ্রহ বোধ করে। তা হলো-

* নারীর শারীরিক ঘনিষ্ঠতা
নারীর সাথে শুধু যৌনতা নয়, কাছের মানুষের সামান্য ছোঁওয়াও দারুণ উপভোগ করে পুরুষরা। তাই পুরুষরা একের অধিক নারীর সঙ্গ পেতে ভালবাসে। কেউ তার চুলে বিলি কেটে দিলেও পুরুষরা মহা খুশি। ভাবে কেউ অন্তত তাদের খেয়াল রাখছে।

* নিত্য নতুন সঙ্গী
গেম, ফেসবুক, টিভি এসব শেষে নিত্য নতুন সঙ্গীর সাথে সময় উপভোগ করার জন্য পুরুষরা আগ্রহ বোধ করে থাকে। তাই অনেক পুরুষরা বারবার নতুন সম্পর্ক চায়।

* যৌনতা
এট একটি অধিক আলোচিত বিষয়, তাই এই নিয়ে ব্স্তিারিত না বললেও চলে।

* মানসিক চাহিদা
আবেগ!‌ পুরুষদের নাকি এসব থাকে না। নারীরা অন্তত তাই দাবি করে। তবে বাস্তব একটু অন্য রকম। কঠিন-কঠোর লোকটার ভিতরে লুকিয়ে থাকে একটা বাচ্চা। এমনিতে লোকজনের কাছে মনের কথা প্রকাশ করতে চায় না, তবে মনের মত কাউকে পেলে সেটা করে ফেলে। আর সেই খোঁজে পুরুষরা বারবার সম্পর্কে জড়ায়।

Must Like and Share 🙂

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>